সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী বহিষ্কার

Sep 18, 2025 - 03:10
 0  5
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী বহিষ্কার
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতে ইসলামী কর্মী মো. রুবেল আনসারীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কুতুব উদ্দিন শিবলী। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের উত্তর জেলা শাখার প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ সেপ্টেম্বর রুবেল আনসারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লাইভে অংশ নেন, যেখানে তিনি সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করেন। লাইভে তিনি দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম মেম্বারকে থানা থেকে ছাড়িয়ে আনতে জামায়াত নেতারা চেষ্টা করেছেন। দলীয়ভাবে এটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হিসেবে দেখা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, রুবেলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এসব কারণেই তাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে, এমনকি কর্মী ও প্রাথমিক সহযোগী সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে একই ধরনের অভিযোগে সীতাকুণ্ড উপজেলার সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরীকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

সংগঠনের পক্ষ থেকে সব সদস্যকে অনলাইন ও অফলাইনে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। নেতিবাচক মন্তব্য, গুজব ছড়ানো ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

বহিষ্কার আদেশের পর রুবেল আনসারী ফেসবুকে এক প্রতিক্রিয়ায় দাবি করেন, ‘আলহামদুলিল্লাহ, এটা মিথ্যা অপপ্রচার নয়, চিরসত্য। সেলিম মেম্বারকে ছাড়াতে প্রফেসর জাহাঙ্গীর ভাই থানায় গিয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেছেন, সেলিম আওয়ামী লীগ করেন, তা তিনি জানতেন না।’

তিনি আরও লিখেছেন, ‘মূলত সত্য বলার কারণে এবং ইকবালের কাছে বিক্রি হয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি এমনিতেই মিথ্যার বাহিনী থেকে দূরে ছিলাম। সহযোদ্ধা ভাইদের প্রতি অনুরোধ, সত্যকে সত্য বলুন। তাহলেই আপনি নিজেকে ইসলামী আন্দোলনের সৈনিক হিসেবে পরিচয় দিতে পারবেন।’

রুবেল আনসারীর বহিষ্কার ও তার পাল্টা মন্তব্যে সীতাকুণ্ড জামায়াতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভক্তির আভাস মিলছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। এ নিয়ে সংগঠনের অবস্থান ও ভবিষ্যৎ পদক্ষেপের দিকেও নজর রাখছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow