পূজায় অপ্রীতিকর কিছু দেখলেই ৯৯৯-এ কল করার অনুরোধ

Sep 18, 2025 - 03:06
 0  4
পূজায় অপ্রীতিকর কিছু দেখলেই ৯৯৯-এ কল করার অনুরোধ
ছবি : সংগৃহীত

আসন্ন দুর্গাপূজায় দেশের মন্দির মণ্ডপগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়লেই তা জরুরি ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানানোর অনুরোধ করা হয়েছে পূজা উদযাপন কমিটির নেতাদের।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় পুলিশের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিগুলোকে এই তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়।

এছাড়া পূজা চলাকালে সিসিটিভি সক্রিয় রাখা, প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow