তালিমে ডেকে নিয়ে নির্বাচনি প্রচারণার অভিযোগ, প্রার্থীকে জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তাকে এই জরিমানা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় নিজের বাড়িতে কয়েকশ নারীকে তালিমে ডেকে নির্বাচনি প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চান তার স্ত্রী ঝুনুক বেগম। এ খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে জরিমানা করেন।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহ বলেন, ‘তালিমের জন্য নারীরা আমার বাড়িতে এসেছিলেন। কে-বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছেন তা আমার জানা নেই।’
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, ‘নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তালিমে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পেয়েছি। তাই নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
What's Your Reaction?

