শাজাহান খানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাজাহান খান ও তার ভাইদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়ার অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর সব পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার (২১ ডিসেম্বর) ফারুক হোসেনকে তিন দিনের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান হাদী হত্যার প্রতিবাদে গত শনিবার (২০ ডিসেম্বর) মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শাজাহান খানের বাড়ি ও তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাওয়ের কর্মসূচির আহ্বান জানানো হয়, যা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুর শহরের চাঁনমারি মসজিদের সামনে শাজাহান খানের দশতলা ভবনসহ তার ভাইদের চারটি বাড়ি, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও পেট্রোল পাম্পে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যুবদল নেতা ফারুক হোসেনের নেতৃত্বে অন্তত অর্ধশত নেতাকর্মী পাহারায় ছিলেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি কেন্দ্রীয় যুবদলের নজরে এলে ফারুক হোসেনকে শোকজ করা হয় এবং ব্যাখ্যা শোনার পর তার পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান আসিব খান বর্তমানে কারাগারে রয়েছেন। পরিবারের বেশিরভাগ সদস্য পলাতক থাকলেও মাদারীপুরে তাদের পরিবহন, আবাসিক হোটেল, পেট্রোল পাম্পসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে।
পদ স্থগিতের বিষয়ে ফারুক হোসেন ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, শাজাহান খানের বাড়ির আশপাশে তার কোনো লোকজন যায়নি এবং পাহারার অভিযোগ ভিত্তিহীন। পদ স্থগিতের বিষয়েও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নন বলে জানান।
What's Your Reaction?

