তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় বিএনপির গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন ভারতের হাইকমিশনার। ৫টা ৩৫ মিনিটে বৈঠক শেষে কার্যালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তবে, কী বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে- তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।
এর আগে গতকাল শুক্রবার বিকালে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
What's Your Reaction?

