ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের আলীপুর ব্রিজ এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বোমা-ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশেষ প্রক্রিয়ায় বস্তুটি নিষ্ক্রিয় করার কাজ চলছে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আলীপুর ব্রিজ সংলগ্ন একটি বস্তি এলাকায় পড়ে থাকা নীল রঙের একটি ব্যাগকে ঘিরে সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর আহমেদ জানান, সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী আলীপুর ব্রিজের নিচে আত্মঘাতী বা বিস্ফোরক জাতীয় কোনো বস্তু থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রেসকিউ টিমসহ সেখানে যায়। পরে একটি নীল রঙের ব্যাগের ভেতর প্যাঁচানো অবস্থায় বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি বোমা না ককটেল তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পরই বস্তুটির প্রকৃতি নিশ্চিত করা যাবে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে যৌথবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?

