বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Oct 14, 2025 - 21:15
Oct 14, 2025 - 21:20
 0  5
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আযম সৈকত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার প্রশাসনিক অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজ ও হাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

গোলাম আযম সৈকত বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো একটি জনগণকেন্দ্রিক রূপরেখা— যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। আমাদের একটাই লক্ষ্য— জনগণের সরকার প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে কাজ করছে।”

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। এবং ধানের শীষের পক্ষে সমর্থন চান।

“জনগণের পাশে থাকুন, তাদের সমস্যার কথা শুনুন, ভালোবাসা দিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিন। আগামী পরিবর্তনের জন্য জনগণের হৃদয়ে ধানের শীষের প্রতীককে জাগিয়ে তুলুন।” গণসংযোগ কর্মসূচির শেষে গোলাম আযম সৈকত নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow