সকল ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান শামা ওবায়েদের

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিল মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ছানোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝি সমাধানের লক্ষেই এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, বাবুল তালুকদার সাংগঠনিক সম্পাদক, শওকত আলী শরিফ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সাইফুল ইসলাম সাইফ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু তার বক্তব্য বলেন, আগামী নির্বাচনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে সকল ধরনের ভুল বুঝাবুঝি ভুলে যেতে হবে। সকলকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে।
What's Your Reaction?






