অনেক বছর পর একটি রিয়েল ইলেকশন হবে : প্রেস সচিব

Oct 10, 2025 - 23:48
 0  4
অনেক বছর পর একটি রিয়েল ইলেকশন হবে : প্রেস সচিব
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে সব বাধা ও অনিশ্চয়তা কেটে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে আর কোনো সংশয় নেই। তিনি বলেন, ‘অনেক বছর পর দেশ একটি রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছে, যা অতীতের ফেইক ইলেকশন থেকে সম্পূর্ণ ভিন্ন হবে এবং এটি ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।’

শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।

তিনি জানান, ইতোমধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। বিভিন্ন স্থানে নেতাদের ব্যানার-পোস্টার দেখা যাচ্ছে। সব রাজনৈতিক দল দুই-তিন সপ্তাহ পর যখন তাদের প্রার্থী ঘোষণা করা শুরু করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে।

শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে এবং আগামী ১৫ অক্টোবর সব দল এই সনদে সই করবে।

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির বিষয়ে প্রেস সচিব জানান, তিনি ইসরায়েল থেকে একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। তার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। তাঁকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন।

দেশের মডেল মসজিদ নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ইসলামবান্ধব ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতারা দেশজুড়ে বিপুল দুর্নীতি ও জনগণের অর্থের চরম অপচয় করছেন। উন্নয়ন এবং ধর্মীয় উদ্যোগের আড়ালে জনগণের এক বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ লুট করা হয়েছে। ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ‘অবিশ্বাস্য’ চুরি করেছেন তারা।

সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ওই মন্ত্রী দুর্নীতি করে লন্ডনে শত শত বাড়ি কিনেছেন।

এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow