মহাসড়কে গাড়ি রাখতে নিষেধ করায় ট্রাফিক পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কের উপর কাভার্ড ভ্যান রাখতে নিষেধ করায় কথা কাটাকাটির একপর্যায়ে মো. আজাদ উদ্দিন (৩৮) নামে এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়েছেন বিক্রয় প্রতিনিধি। আজ সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল আজাদ উদ্দিন উপজেলার কেরানীহাট ট্রাফিক পুলিশে কর্মরত। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের চর আফজল নগর এলাকার মোজাম্মেল হকের ছেলে। অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২) উপজেলার নাপিতের চর এলাকার সোনা মিয়ার ছেলে।
ঘটনার পর কনস্টেবল আজাদ উদ্দিন বাদী হয়ে বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে আসামি করে আজ সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। থানা-পুলিশ বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে।
আহত কনস্টেবল আজাদ উদ্দিন বলেন, বিক্রয় প্রতিনিধি আবু বক্কর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কেরানিহাট এলাকায় গাড়ি রেখে দোকানে মালামাল দিচ্ছিলেন। তখন তাকে আমি গাড়ি অন্যত্র সরিয়ে রাখতে বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। তখন আমি এবং আমার টিআই স্যার সেখান থেকে সরে এসে বিষয়টি ওই মার্কেটের মালিককে জানাই। পরে ওই বিক্রয় প্রতিনিধি পুনরায় আমাদেরকে গালিগালাজ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। এসময় আমি তাকে নিষেধ করলে তিনি স্টিলের টুল দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়। পরে আমি সেখান থেকে চলে গেলে তিনি আমাকে লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করেন। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
এ ঘটনায় অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্করের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন থানায় এসেছি। পরবর্তীতে ফ্রি হয়ে এ বিষয়ে আপনাকে বিস্তারিত জানাব।’
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আহত অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে সকালে হাসপাতালে আনা হয়। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মাথায় দুটি সেলাই করা হয়েছে। তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তি, আহত কনস্টেবল ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে।’
What's Your Reaction?






