রাঙ্গামাটিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Nov 1, 2025 - 22:58
 0  4
রাঙ্গামাটিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যে জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক শাওন ফরিদ, জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী সমবায় সমিতির সভাপতি জগৎজ্যোতি চাকমা, আলোড়ন মহিলা সমবায় সমিতির সভাপতি নুরজাহান বেগম পারুল, আসবাবপত্র সমবায় সমিতির সাধারন সম্পাদক মো: আব্দুর শুক্কুর প্রমুখ।

অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি হিসেবে ৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক, জেলার সদর উপজেলাধীন ৪টি প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার প্রদান এবং সফল সমবায় সমিতি হিসেবে ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক এবং মহিলা উদ্যোক্তা হিসেেবে একজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভার আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এবং ‍র‍্যালি পরবর্তী জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow