নগরকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, বিলগোবিন্দপুর পানি ব্যবস্থাপনা সমিতির সহ সভাপতি শাহজাহান, তালমা সমবায় সমিতির সভাপতি সিরাজ খলিফা প্রমুখ।
সভায় বক্তারা মানুষের জীবনমান উন্নয়নে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সমবায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
What's Your Reaction?

