পাবনায় দরিদ্র ও এতিমদের বরাদ্দ দুম্বার মাংশ লুটের অভিযোগ প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে!
পাবনা প্রতিনিধি
পাবনা সার্কিট হাউজ চত্বরে পহেলা নভেম্বর দুপুরে দরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংশ বিতরণের কথা থাকলেও জেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তার যোগসাজসে কর্মচারীরা লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সার্কিট হাউজ চত্বরে দুম্বার মাংশ ভাগবাটোয়ারার সময়ে একদল সংবাদ কর্মির উপস্থিতি টের পেয়ে কর্মচারীরা পালিয়ে যায়।
একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে আলাপকালে তারা জানান, দরিদ্র, এতিমখানা ও মাদ্রাসাগুলোতে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দকৃত মাংস নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছিলেন জেলা প্রশাসনের কিছু কর্মচারী। সাংবাদিকদের দেখে তারা দ্রুত ঘটনাস্থল থেকে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন।
বিশ্বস্থ সূত্র জানায়, বিদেশ থেকে আসা এক ট্রাক ভর্তি মাংসের কার্টুন শুক্রবার রাতে পাবনায় পৌঁছায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) মাধ্যমে তালিকা তৈরি করে এতিমখানা ও মাদ্রাসায় এসব মাংস বিতরণের কথা থাকলেও, এর একটি বড় অংশ জেলা প্রশাসনের কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, মোট ১৬টি কার্টুনে প্রায় ৩২০ কেজি মাংস ছিল। এর অধিকাংশই শনিবার দুপুরে সার্কিট হাউজে ভাগ করে নেওয়ার সময় ধরা পড়েন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট বিষয়ে জেলা প্রশাসক মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। আর অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় আছেন বলে জানান। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?

