রাজশাহীতে নিম্নাঞ্চল প্লাবিত, বাড়িঘরে ঢুকেছে পানি

Aug 13, 2025 - 13:01
 0  2
রাজশাহীতে নিম্নাঞ্চল প্লাবিত, বাড়িঘরে ঢুকেছে পানি
ছবি : সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। এ অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট। চরাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকেছে।

পদ্মার পানির উচ্চতা পরিমাপক পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, বুধবার সকাল ৯টায় উচ্চতা হয় ১৭ দশমিক ৪৯ মিটার। সকাল ৬টায় উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৮ মিটার।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা মাপা হয় ১৭ দশমিক ৪৬ মিটার। রাজশাহী শহরে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সে অনুযায়ী বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এনামুল হক জানান, গত জুলাই থেকে পদ্মা নদীর পানি বাড়ছে। কয়েকদিন ধরে রোজ ১০ থেকে ২০ সেন্টিমিটার করে পানি বাড়ছে। তিনি আরও জানান, প্রতিবছরই পানি বাড়লে টি-বাঁধের ক্ষতির আশঙ্কায় সাধারণের সেখানে চলাচল বন্ধ করা হয়। এবারও বন্ধ করা হয়েছে।

এদিকে পদ্মার পানি বাড়ায় চরাঞ্চলের কিছু কিছু বাড়িঘরে পানি ঢুকেছে। মানুষ গরু-ছাগল ও পরিবারের সদস্যদের নিয়ে উঁচু স্থানে অবস্থান নিচ্ছেন।

শহররক্ষা বাঁধের নিচে নগরীর পঞ্চবটি, তালাইমারি, কাজলা, পাঠানপাড়া, বুলনপুর, শ্রীরামপুর এলাকার বাড়িঘরে পানি উঠেছে। তাদের অনেকেই জিনিসপত্র নিয়ে শহররক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন।

অপরদিকে রাজশাহী শহর থেকে দক্ষিণে ভারত সীমান্ত সংলগ্ন চরখিদিরপুর, খানপুর ও মিডলচর ডুবে গেছে। এসব এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে গবাদিপশু নিয়ে রাজশাহী শহররক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ উঠেছেন নিরাপদ স্থানে আত্মীয়-স্বজনের বাড়িতে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ফারাক্কার সবগুলো কপাট খুলে দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ দুই দেশেই প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পদ্মায় পানি বেড়েছে। গত দুই তিন বছরের মধ্যে এবার পানির উচ্চতা অনেক বেশি। পানির পরিমাণও বেশি। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক রয়েছেন। জনসাধারণের নিরাপত্তার জন্য টি-বাঁধ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow