শাহজাদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু, আহত ১

Nov 2, 2025 - 20:52
 0  5
শাহজাদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু, আহত ১
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া–নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রোহান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু বাদশা (২৮)।

রবিবার (২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী গ্রামের লিটনের ছেলে এবং আহত বাদশা একই গ্রামের মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ণিমাগাতী ইউনিয়ন থেকে তিনটি মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক শাহজাদপুরের দিকে আসছিলেন। পথে তারা পরস্পর বেপরোয়া গতিতে বাইক চালিয়ে প্রতিযোগিতা (বাউলি) করছিলেন। এ সময় টেটিয়ার কান্দা এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রোহান নিহত হন এবং বাদশা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী বলেন, “বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিলেন। এতে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow