ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা : মির্জা ফখরুল

Oct 14, 2025 - 22:12
 0  2
ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা : মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি ও রাজনীতি নির্ভর করছে। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। আমাদের নেতাকর্মীরা এখন অন্তত রাতে বাসায় ঘুমাতে পারছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থনা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রায় ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তিন এমপিসহ ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, নতুন করে গণতন্ত্র ফিরে পাবার যে সুযোগটা পেয়েছি সেটা যেনো ভুলবশত না হারাই। ফ্যাসিস্টদের কবলে যেনো আর না পড়ি। ফ্যাসিস্টদের আর দেখতে চায়না মানুষ। দেশের মানুষ নির্বাচন চায় তাদের প্রতিনিধি নির্বাচিত করে তাদের সরকার প্রতিষ্ঠা করতে চায় যার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে।

তিনি বলেন, যারা ফ্যাসিস্ট বিরোধী ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে ছিলেন, তাদের কেউ কেউ ভিন্ন মত দিচ্ছেন। রাজপথে আন্দোলন করছেন যেসব দাবিতে সেই দাবিগুলো নির্বাচিত পার্লামেন্টে সমাধান করতে হবে। সংস্কার বিএনপি চায়, জিয়াউর রহমানের হাত ধরেই সংস্কার শুরু হয়েছে যা চলমান। 

তিনি আরও বলেন, সাংবিধানিক পরিবর্তনের জন্য যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিলো সেখানে যে বিষয়গুলো একমত হয়েছে সেগুলো নিয়ে আগামী ১৭ তারিখ রাজনৈতিক দলগুলো সনদে সাক্ষর করবে। আর যেসব বিষয়ে একমত হয়নি সেগুলো নিয়ে  রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে, সেখানে তাদের ম্যান্ডেট নিয়ে তা নিষ্পত্তি করতে হবে। 

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা এখন অন্তত রাতে ঘুমাতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। তাদের সহায়তা করার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow