মুন্সিগঞ্জে বিএনপির দলীয় ব্যানার টাঙাতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু!

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপির দলীয় ব্যানার (ফেস্টুন) টাঙাতে ভবনের উপরে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় ভবনের ছাদে ব্যানার টাঙানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফয়সাল বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় ব্যানার টাঙাতে একটি ভবনের উপরে উঠে। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভবনের উপরে ব্যানার টাঙানোর সময় বিদ্যুৎপৃষ্ট হন। তার সঙ্গে আরও লোকজন ছিল। তারা তাকে বিদুৎতের তার হতে ছাড়িয়ে উপরে ধরে বসে থাকে যাতে নিচে না পরে যায়। পরে নিচ থেকে আরও লোকজন গিয়ে ছাদের উপর হতে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মামা দ্বীন ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, ভাগ্নে আর বেঁচে নেই।’
এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, ‘আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টাঙাচ্ছিল, তা নিশ্চিত নই আমি।’
বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
What's Your Reaction?






