সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত সাগর শেখ আটক

জসিম উদ্দিন, মোংলা
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা। সোমবার সকালে কয়রার রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ডাকাত সহযোগী সাগর শেখ ওরফে জয় শীল (৪১) খুলনা জেলার কয়রার বাসিন্দা।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী কয়রার রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে সোমবার সকালে কয়রা স্টেশনের কোস্ট গার্ড ও নৌ বাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সাগর শেখ ওরফে জয় শীলকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ অন্যান্য জিনিপত্র সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
What's Your Reaction?






