ভুয়া র‍্যাব পরিচয়ে মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ৯

Oct 14, 2025 - 21:56
 0  4
ভুয়া র‍্যাব পরিচয়ে মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ৯
ছবি : সংগৃহীত

সাভার প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে র‍্যাব পরিচয়ে একটি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ি, খেলনার পিস্তল, র‍্যাব লেখা কটি এবং ডাকাতির পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশের একাধিক দল।

আটককৃতরা হলেন- শহিদুল ইসলাম (৪২), সুমন মিয়া (৬৫), সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস (৪৮), আফজাল হোসেন ওরফে উজ্জ্বল (৪২), মামুন আহমেদ মিন্টু (৫২), মেহেদী হাসান (২৭), শামীম আহমেদ সবুজ (৩২), শাহাদাত (৬০) ও ফরাদ হোসেন (৩২)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ডাকাতরা ভুয়া র‍্যাব পরিচয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় চলন্ত একটি প্রাইভেটকার থামিয়ে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে সাভার মডেল থানায় একটি মামলা হলে গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে এবং সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নোয়া গাড়ি, খেলনার পিস্তল, ‘র‍্যাব’ লেখা কটি এবং ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকার ইসলামী ব্যাংক থেকে ডেইলিকেট গার্মেন্টসের কর্মকর্তারা ২৫ লাখ টাকা উত্তোলন করে আমিনবাজারে কারখানায় যাচ্ছিলেন। এ সময় বলিয়ারপুর ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি র‍্যাব পরিচয়ে গাড়ির গতিরোধ করে এবং টাকাগুলো ছিনিয়ে নেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow