পুলিশের ব্যারিকেড ভেঙে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

Oct 15, 2025 - 14:38
 0  1
পুলিশের ব্যারিকেড ভেঙে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত

তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পরে দুপুর পৌনে ২টার দিকে সেখান থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ছাড়াও নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষক নেতাদের ভাষ্য, সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করা হবে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ৩ দফা দাবি আদায়ে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

উল্লেখ্য, আন্দোলন চলাকালে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow