ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে শিশুসহ নিহত বেড়ে ৫

Nov 21, 2025 - 21:59
 0  2
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে শিশুসহ নিহত বেড়ে ৫
ছবি : সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

নিহতরা হলেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বলের ছেলে হাফেজ মো. ওমর (৮), ও তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল,পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া (৭৫), একই উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীরচর নয়াপাড়া এলাকার নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের মালামালের নিচে চাপা পড়ে শিশু ওমর নিহত হয়। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কাজেম আলী ভূঁইয়া মাটির ঘর ধসে চাপা পড়েন। তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নাসির উদ্দিন ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে নিজ বাড়িতেই মারা যান বলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন নিশ্চিত করেছেন। আর শিবপুরের ফোরকান ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে মারা গেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল ও সদর উপজেলার মাধবদীর মধ্যবর্তী এলাকা। কয়েক সেকেন্ডের এই কম্পনে জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু ভবন ও বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভবন থেকে দ্রুত নামতে গিয়ে পদদলিত ও আতঙ্কে শতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়েছেন। তাদের নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম। তারা আহতদের খোঁজখবর নেন।

পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম বলেন, ‘ভূমিকম্পে জেলায় বিভিন্ন জায়গায় আহত হওয়ার খবর পেয়েছি। আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। যেকোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে আছে। জননিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে।’

উল্লেখ্য, ছুটির দিন শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। এতে এখন পর্যন্ত ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের বিভিন্নস্থানে আহত হয়েছেন দুই শতাধিক। ঘটেছে ভবনধসের একাধিক ঘটনা। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow