পুলিশ কর্মকর্তার সঙ্গে তরুণীর আপত্তিকর ছবি ভাইরাল, এসআই সুজনকে সাময়িক বরখাস্ত

Sep 20, 2025 - 22:08
 0  9
পুলিশ কর্মকর্তার সঙ্গে তরুণীর আপত্তিকর ছবি ভাইরাল, এসআই সুজনকে সাময়িক বরখাস্ত
এসআই সুজন শ্যাম। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শ্যামের বিরুদ্ধে। তার আপত্তিকর অবস্থার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। এ নিয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী তরুণী জানান, সুজন শ্যাম বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিছুদিন পর বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে গত ১৩ সেপ্টেম্বর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন জানান, কোনো ধর্ষণ নয়। তবে তার (এসআই সুজন) নিজের আপত্তিকর অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে (সুজন) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow