নগরকান্দায় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় বাসের ধাক্কায় কুদ্দুস মোল্লা (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা বিশ্বরোড উপজেলার জয় বাংলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মোল্যা উপজেলার পোরাপাড়া ইউনিয়নের বনকগ্রাম গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে কুদ্দুস মোল্যা রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় খুলনা হতে ঢাকা গামী গোল্ডেন লাইন এসি বাস তাকে ধাক্কা মেরে সড়কে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাসটি দ্রুত পালিয়ে যায়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






