নগরকান্দায় দীর্ঘ ১৭ বছর পর জামায়াতের প্রকাশ্যে ইফতার মাহফিল

Mar 15, 2025 - 19:12
 0  2
নগরকান্দায় দীর্ঘ ১৭ বছর পর জামায়াতের প্রকাশ্যে ইফতার মাহফিল
ছবি : সংগৃহীত

মিজানুর রহমান মিজান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামায়াত ইসলামী।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলা পৌর অডিটোরিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগরকান্দা জামায়াত ইসলামীর সভাপতি ও ফরিদপুর-২ আসনের সংগঠনটির মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গণ আন্দোলনের মূল উদ্দেশ্য হলো বৈষম্য দূর করে শোষণ ও নিপীড়নমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামায়াত ইসলাম মূলত সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে কারা নেতৃত্ব দেবে, সেই সিদ্ধান্ত নির্ধারণ করবে আগামীর সংসদ নির্বাচন।

অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারী বিএম ফজলুর রহমান ও অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আবু হারিচ মোল্লা। জেলা জামাতের বাইতুল মাল সম্পাদক মোঃ ফারুক হোসেন, অফিস সেক্রেটারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সালথা উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, মোহাম্মদ এনায়েত হোসেন,ডাক্তার মেহেদী হাসান মাসুদ, মোহাম্মদ আখতার হোসেন, হাফেজ মিজানুর রহমান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow