পিতার বিরুদ্ধে কন্যা সন্তান বিক্রির অভিযোগ, আদালতে স্ত্রী'র মামলা

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাস এর ১ বছর বয়সী শিশু কন্যা তানহাকে দেড় লাখ টাকায় বিক্রি করে দেয়ায় তার স্ত্রী পপি বেগম সন্তান উদ্ধার করার জন্য আদালতে একটি মামলা করেন।
মামলা সুত্রে জানা যায়, তিন বছর আগে মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপি বেগমের সাথে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামের মানিক বিশ্বাসের ছেলে কাইয়ুম বিশ্বাসের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়।
বিয়ের পর থেকে পারিবারিক কলহো লেগেই থাকতো। এর মাঝে তাদের একটি মেয়ে শিশুর জন্ম হয়। পরবর্তীতে গত পাঁচ মাস আগে কলহের জের ধরে তালাক হয়।
পপি বেগম বলেন, আমার অজান্তে আমার ১ বছরের শিশু বাচ্চা তানহা কে দেড় লাখ টাকায় বিক্রি করে দেন কাইয়ুম। আমার মেয়ে কে কিনে নেয় লস্করদিয়া ইউনিয়ন এর শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কোহিনুর বেগম।মেয়েটি কে দেখার জন্য ছুটে যাই কহিনুরের বাড়ি। তার মা-কে ধরেও বাচ্চাকে দেখতে পাইনি।তারা বলেন তোমার বাচ্চা যেখানে আছে ভালো আছে।তারা বলে দেড় লাখ টাকা নিয়ে আমরা কিনে আনছি।যে বিক্রি করেছে তুমি তার কাছে যাও।তবে কোথায় আছে তা বলেনি।আমার বাচ্চার জন্য ঠিকমতো খাইতে পারিনা ঘুমাইতে পারিনা কান্তে কান্তে চোখের পানি শুকিয়ে গেছে তবুও ওরা আমার বাচ্চাটকে এক নজর দেখাইনি।
নিজের সন্তানের খোঁজ না পাওয়ায় ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গত- ০৬/১২/২০২৪ তারিখে ঘটনা দেখিয়ে কাইয়ুমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
কাইয়ুম বিশ্বাসের ঘর তালাবদ্ধ ও বিদেশে থাকায় তার বোন মিতা আক্তার বলেন, বাচ্চাটি ঘরে নেই তবে আত্মীয়র বাসায় আছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি মোহাম্মাদ সফর আলী বলেন,আদালতের নির্দেশে আমরা তদন্ত করছি। অভিযোগে দেওয়া ঠিকানায় গিয়ে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেলে আদালতে পাঠানো হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে মা না বাবা শিশুটিকে পাবেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা শিশুটির দ্রুত সন্ধান ও মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






