নগরকান্দায় ৯৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

Aug 1, 2025 - 14:27
 0  4
নগরকান্দায় ৯৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
ছবি : সংগৃহীত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ৯৩ জন উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সরকারি সহায়তা কর্মসূচির আওতায় মোট ১১৩ বান্ডিল ঢেউটিন এবং প্রতিটি বান্ডিলের জন্য ৩,০০০ টাকা করে মোট ৩,৩৯,০০০ টাকা বিতরণ করা হয়। এতে প্রত্যেক উপকারভোগীকে ঘর নির্মাণ বা মেরামতের জন্য প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিন বলেন, “ সরকারের নির্দেশনা অনুযায়ী অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হলো।”

উল্লেখ্য, উপকারভোগীরা এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেন এবং সরকারকে ধন্যবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow