ইসলামী আন্দোলনের সভাপতির বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা শাখার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতির বিরুদ্ধে বসতবাড়ির জায়গা জবর-দখলের অভিযোগ উঠেছে। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ঝুলদী গ্রামের হারুন শেখর বসতবাড়ির জায়গা জবর-দখলের এ অভিযোগ ওঠে।
ভুক্তভোগী পরিবারের সদস্য রিয়াজ শেখ (৪০) অভিযোগ করে বলেন, ইসলামী যুব আন্দোলন শ্রীনগর উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মিন্টুর বসতবাড়ি আমাদের বাড়ির দক্ষিন পাশে ও আমরা উত্তর পাশে দীর্ঘ কয়েক যুগ ধরে বসবাস করে আসছি। আমাদের বসতবাড়ির পশ্চিম পাশে একটি রাস্তা রয়েছে। এ রাস্তাটি হাবিবুর রহমান মিন্টুসহ পার্শ্ববর্তী শরিকেরা যাতায়াত করেন। আর আমরা উত্তর পাশের রাস্তা দিয়ে য়াতায়াত করে থাকি। কয়েক মাস পূর্বে হঠাৎ হাবিবুর রহমান মিন্টু আমাদের বসতবাড়ির উপর দিয়ে যাতায়াতের জন্য রাস্তা চায়। গত ইংরেজি ১৪ জুন রাস্তা নিয়ে এলাকার স্থানিয় ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিতিতে উভয় পক্ষর মধ্যে এক সালিশ বৈঠক হয়। ওই দিন সার্ভেয়ার দিয়ে পুরো বাড়িটি মেপে সিমেন্টের খুটি পুতে সিমানা নির্ধারন করে দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত হয় পশ্চিম পাশের রাস্তা দিয়েই হাবিবুর রহমানের পরিবার ব্যবহার করবেন।
প্রায় ১৪/১৫ দিন পূর্বে হঠাৎ হাবিবুর রহমান মিন্টু (৪০), শহিদুল ইসলাম মোল্লা (৫৭), অহিদুল ইসলাম (৫২) সহ তার দলিয় প্রায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল আমার বসতবাড়িতে প্রবেশ করে। সিমানা খুটি উপড়ে ফেলে দিয়ে বসতবাড়ির জায়গা জোর পূর্বক জবর দখল করে নেয়। সরেজমিনে দেখাগেছে হারুন শেখের বাড়ির দক্ষিন ও পূর্ব পাশের রান্নাঘর, টয়লেট ও টিউবয়েলসহ টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। নিত্য দিনের প্রয়োজনীয় রান্নাঘর, টয়লেট ও টিউবয়েল ব্যবহার না করতে পেরে অসহায় পরিবারটির চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি জানতে হাবিবুর রহমান মিন্টুর বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। বসতবাড়ি জোর পূর্বক দখল বিষয়ে উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাবিবুর রহমান মিন্টুর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ওইটা আমার ক্রয়কৃত জায়গা, এতদিন ওরা ভোগদখলে ছিল, এখন আমার জায়গা আমি দখলে নিয়েছি।
এ বিষয়ে ঝুলদী ইউপি সদস্য আরশাদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গা দখলের কিছু নাই আমরা মেপে হারুণ শেখ ও মিন্টুর জায়গা বুঝিয়ে দিয়েছি। এ বিষয়ে হারুন শেখের ছেলে রিয়াজ শেখ (৪০) বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে শ্রীনগর থানার এস.আই রিপন বলেন, আমি ঘটনা স্থলে গিয়েছি, উভয় পক্ষকে স্থানীয় ভাবে অথবা আদালতের মাধ্যমে বিষয়টি শেষ করতে বলেছি।
What's Your Reaction?






