ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ইস্পোর্টস প্রতিযোগিতা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন টিম রেড হকস এবং রানার্সআপ টিম রেড ক্লিফ।
বুধবার (২৩ অক্টোবর) রাত পৌনে তিনটায় থাই এয়ারওয়েজের বিমানে করে বাংলাদেশ দলটি জাকার্তার উদ্দেশে যাত্রা করবে বলে নিশ্চিত করেছে ফ্রি ফায়ারের বাংলাদেশ প্রতিনিধি প্রতিষ্ঠান গেরিনা বাংলাদেশ।
এর আগে গত ৪ অক্টোবর প্রায় দেড় মাসব্যাপী প্রতিযোগিতা শেষে শেষ হয় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ পর্ব। সেখানে চ্যাম্পিয়ন হয় টিম রেড হকস এবং রানার্সআপ হয় টিম রেড ক্লিফ। এ দুটি দলই এবার আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
আসন্ন ওয়ার্ল্ড সিরিজ শুরু হবে আগামী ৩১ অক্টোবর, যা অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্বে বিশ্বের সেরা ১৮টি দল অংশ নেবে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ১২টি দল জায়গা পাবে গ্র্যান্ড ফাইনালে।
গেরিনা জানিয়েছে, এবারের আসরে মোট ১২ কোটি ৩০ লাখ টাকা সমমূল্যের প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর, যেখানে নির্ধারিত হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন।
বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন দেশের ইস্পোর্টস ভক্তরা। তারা আশা করছেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গেমাররা দেশের মুখ উজ্জ্বল করবে।
What's Your Reaction?






