চ্যাম্পিয়নস ট্রফিতে মোতায়েন হচ্ছে ১৭ হাজার নিরাপত্তাকর্মী

Jan 23, 2025 - 10:38
 0  1
চ্যাম্পিয়নস ট্রফিতে মোতায়েন হচ্ছে ১৭ হাজার নিরাপত্তাকর্মী
ছবি : সংগৃহীত

দীর্ঘ দিন পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে আইসিসির কোনো আন্তর্জাতিক ইভেন্ট। ১৯৯৬ সালের পর দেশটিতে বসবে ক্রিকেটের বৈশ্বিক আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। 

আসন্ন এই আসরকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো প্রকার ঝুকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই অন্তত ১৭ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে টুর্নামেন্ট ঘিরে।

পিসিবি সূত্রের খবর, ইতিমধ্যেই পাঞ্জাবে সরকার নিরাপত্তার কাজ শুরু করে দিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডির নিরাপত্তা নিরাপত্তা নিয়ে প্রস্তুতি চলছে। জানা গেছে, স্টেডিয়াম, হোটেল ও দলগুলির নিরাপত্তার জন্য ১২,৫০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। তার মধ্যে সাড়ে ৭ হাজার নিরাপত্তারক্ষীকে তৈরি রাখা হবে স্টেডিয়ামের নিরাপত্তার জন্য।

বাকিরা হোটেলে নিরাপত্তা দেবেন। তাদের মধ্যে কম্যান্ডোরাও থাকবেন। করাচির মাঠে নিরাপত্তার জন্য ৫ হাজার নিরাপত্তাকর্মী রাখা হবে বলে জানা গেছে। শুধু পুলিশ নয়, নিরাপত্তার জন্য প্রস্তুত রাখা হবে দেশটির সেনাবাহিনেীকেও।

২৯ বছর আগে শেষবার আইসিসি প্রতিযোগিতা হয়েছিল পাকিস্তানে।  ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব প্রথমে পেলেও  নিরাপত্তার কারণেই পাকিস্তানের বদলে বাংলাদেশকে দায়িত্ব দেয় আইসিসি। ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow