কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Oct 23, 2025 - 01:30
 0  1
কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ছবি : সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ।

কালিয়াকৈর বাসটার্মিনাল থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসটার্মিনালে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলমের সভাপতিত্বে ও গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দেওয়ান মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিনার উদ্দিন, বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আলী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মো. কিরণ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন সহ বিভিন্ন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা ও যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়তে পুলিশ, পরিবহন শ্রমিক, মালিক ও যাত্রী—সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow