সচ্ছ লটারিতে বিজয়ী ওএমএস ডিলারদের দ্রুত নিয়োগের দাবিতে স্মারকলিপি দাখিল

Oct 9, 2025 - 13:41
 0  5
সচ্ছ লটারিতে বিজয়ী ওএমএস ডিলারদের দ্রুত নিয়োগের দাবিতে স্মারকলিপি দাখিল
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সচ্ছ লটারির মাধ্যমে নির্বাচিত ওএমএস (ওপেন মার্কেট সেলস) ডিলারদের দ্রুত নিয়োগের দাবিতে বিজয়ী প্রার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি দাখিল করেছেন।

আবেদনে তারা উল্লেখ করেন, প্রায় নয় থেকে দশ মাস পূর্বে ঢাকা মহানগরীতে ওএমএস ডিলার হওয়ার জন্য আবেদন করা হয়। পরবর্তীতে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সরকারের প্রেরিত প্রতিনিধির উপস্থিতিতে শত শত আবেদনকারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি সচ্ছ ও স্বচ্ছতাপূর্ণ লটারি, যেখানে তারা বিজয়ী হন।

বিজয়ীরা অভিযোগ করেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের আমলে নিয়োগ পাওয়া কতিপয় পুরাতন ডিলার লটারির ফলাফলকে বিতর্কিত করার জন্য নানা অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এমনকি তারা প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকে নিয়ে কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র অঙ্কন এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে।

বিজয়ীরা বলেন, “আমরা কোনো প্রকার অনৈতিক লেনদেন ছাড়াই সচ্ছ লটারির মাধ্যমে ডিলারশিপে নির্বাচিত হয়েছি। একজন সৎ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা প্রচারণা আমরা তীব্রভাবে নিন্দা জানাই।”

তারা আরও জানান, বিষয়টি যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিশন গঠন করেছে বলে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন।

বিজয়ী প্রার্থীরা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ প্রদান করা হোক, যাতে আমরা স্বচ্ছতা ও সততার সঙ্গে জনগণের জন্য নির্ধারিত ন্যায্যমূল্যের পণ্য বিতরণের দায়িত্ব পালন করতে পারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow