হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে : সাদিক কায়েম

Dec 12, 2025 - 17:13
 0  1
হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে : সাদিক কায়েম
ছবি : সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ওসমান হাদিকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহিদ জিয়া মাঠে ‘আন্তর্জাতিক ক্বিরাত’ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখনো পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইস্যু না করতে পারি তাহলে অন্তর্বর্তী সরকারের এটি একটি ব্যর্থতা। আমরা অনুরোধ করবো এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে, সেই সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে যেন চিহ্নিত করা হয়, একই সঙ্গে আমাদের হাদি ভাইয়ের চিকিৎসা যেন রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হয়।

‎তিনি বলেন, এই পিরোজপুরের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। যেদিন মেডিকেল ক্লিং -এর মাধ্যমে তাকে হত্যা করা হয়, সেদিন আমরা প্রতিজ্ঞা করেছি- সাঈদীকে যারা কারাগারে অন্যায়ভাবে আটকে রেখেছে, যারা অন্যায় ভাবে তাকে হত্যা করেছে, তাদের শেষ দেখে ছাড়বো। সেদিনই আমরা শপথ করেছিলাম খুনি হাসিনার পতন আমরা নিশ্চিত করে ছাড়বো। 

‎পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন শোয়াইবের সঞ্চালনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভান্ডারিয়া উপজেলা আমির মো. আমির হোসাইন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow