তৃণমূল নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃণমূলের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে দলের সদস্য সচিব আখতার হোসেনের পাঠানো এক বার্তায় জানানো হয় এ তথ্য।
এতে পাঁচ ধাপে আলাদা নির্দেশনা দেয়া হয়। বার্তায় শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার; জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা; সংবাদমাধ্যমের ওপরে হামলার প্রতিবাদ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দেয়া হয়।
বার্তায় বলা হয়, বিক্ষোভ চলবে কিন্তু কোনোভাবে কোনো বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আন্দোলনে নানা ধরনের হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হলো। প্রতিবাদী বক্তব্য হবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পরে এমন কোনও বিষয়ে অ্যানগেজড হওয়া যাবে না।
আরও বলা হয়, আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। কিন্তু আমাদেরকে ব্যবহার করে কোনও তৃতীয় পক্ষ যেনো দেশের নিয়ন্ত্রণ নেবার কোনও সুযোগ না পায় সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে৷ জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্বও আমাদের।
এদিন দুপুরে এক ফেসবুক পোস্টে জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
What's Your Reaction?

