জুলাই যোদ্ধা ওসমান হাদির মৃত্যুতে শোবিজ তারকাদের শোক ও প্রতিবাদ

Dec 19, 2025 - 15:44
 0  4
জুলাই যোদ্ধা ওসমান হাদির মৃত্যুতে শোবিজ তারকাদের শোক ও প্রতিবাদ
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে দেশ। তার আকস্মিক প্রয়াণে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন এই সাহসী তরুণ নেতা।

হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও প্রতিবাদে মুখর হয়ে ওঠেন দেশের জনপ্রিয় শিল্পী, অভিনেতা ও নির্মাতারা। বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

সংগীতশিল্পী কনকচাঁপা এক শোকবার্তায় লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদিকে জান্নাত নসিব করুন। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। আসামি ও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’ পরবর্তীতে তিনি কবিতার সঙ্গে হাদির একটি ছবি শেয়ার করে তার প্রতি শ্রদ্ধা জানান।

নির্মাতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমাদের ভাই হাদী রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি শারীরিকভাবে না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হাদির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শহীদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ হাদি ও তার শিশুপুত্রের একটি আবেগঘন ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’

শোবিজ তারকাদের এই শোকবার্তা ও প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তরুণ এই নেতার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং একটি প্রজন্মের স্বপ্ন ও প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যাওয়ার বেদনাই নতুন করে সামনে এনে দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow