সুনামগঞ্জের ১২০ কিলো সীমান্তে বাড়তি সতর্কতা জারি বিজিবির

Dec 14, 2025 - 14:32
 0  2
সুনামগঞ্জের ১২০ কিলো সীমান্তে বাড়তি সতর্কতা জারি বিজিবির
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পাশের দেশে পালিয়ে যেতে না পারে সে জন্য  সুনামগঞ্জ জেলার সীমান্তজুড়ে বাড়তি সতর্কতা  জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ ডিসেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর সন্ধ্যা থেকে সুনামগঞ্জ  ২৮ ব্যাটালিয়ন ও সিলেট ৪৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জ অংশে ১২০ কিলোমিটার এলাকায় সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজন বিওপিতে বাড়ানো হয়েছে বিশেষ লোকবল।

তিনি জানান, একই সঙ্গে সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ  স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রমও চালানো হচ্ছে। এছাড়া স্থানীয় জনগণকে সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক বিজিবির সঙ্গে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow