ছয় বেসরকারি উন্নয়ন সংস্থাকে নিয়ে ফুটবল লিগ

Dec 26, 2024 - 17:18
 0  1
ছয় বেসরকারি উন্নয়ন সংস্থাকে নিয়ে ফুটবল লিগ
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে ইয়ুথ ক্লাব মাঠে ছয়টি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে ডেভেলপমেন্ট ফুটবল লিগ (ডিএফএল) অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ ও ২১ ডিসেম্বর এতে অংশ নেয়- আইডিই, সেভ দ্য চিলড্রেন, এসএনভি, সুইসকন্ট্যাক্ট, সিআইএমওয়াইটি ও কোইকা।

আয়োজকদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্নে সারা বছরের চাপ কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়। নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সবাই খেলার মাঠে এসে খেলোয়াড়দের সহযোগিতা এবং আনন্দময় পরিবেশ এটি উদযাপন করা হয়। 

খেলায় সেভ দ্য চিলড্রেন ১-০ গোলে সিআইএমওয়াইটি বাংলাদেশকে হারিয়েছে। তৃতীয় স্থান অর্জন করেছে সুইসকনট্যাক্ট। খেলা পরিচালনায় ছিলেন মোহাম্মদ আশরাফ-উল-আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের হেড অব প্রোগ্রাম ফজলে রাজিক, আসাদুজ্জামান খান, সিনিয়র ম্যানেজার, লার্নিং, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলনেস, মো. আমান উল্লা, কান্ট্রি ফাইন্যান্স ম্যানেজার, এসএনভি বাংলাদেশ।

লিগ সমন্বয়ক করেন মো. আশরাফুল ইসলাম, ম্যানেজার-প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস (আইডিই)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow