ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর

Dec 26, 2024 - 17:26
 0  3
ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোকে পাঁচ উইকেটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টি আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের লড়াই মোটেই জমেনি। প্রথমে ব্যাটিংয়ে নেমে মেট্রো ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয়। জবাবে রংপুর সহজেই ১১.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের যে কোন স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ১০০’র নিচে অলআউট হওয়া প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ড গড়েছে মেট্রো। এর আগে ২০১৬ বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহী কিংস ১০৩ রানে অলআউট হয়েছিলো। খবর বাসস।

এর আগে গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতেছিলো মেট্রো। কিন্তু রংপুরের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরে যায়। এরপর খুলনাকে পরাজিত করে মেট্রো ফাইনাল নিশ্চিত করে। কিন্তু ফাইনালে সেই রংপুরের কাছেই হার স্বীকার করতে হলো।

ম্যাচটি লো-স্কোরিং হলেও ৪.৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট পতনে রংপুরকে চাপে ফেলে মেট্রো। আরিফুল ও তানবির হায়দার পঞ্চম উইকেটে ২৪ রানের জুটি গড়ে রংপুরকে শিরোপার কাছাকাছি নিয়ে যান। কিন্তু আরিফুলকে ১৪ রানে ফিরিয়ে রাকিবুল হাসান আবারো মেট্রোকে কিছুটা জীবন ফিরিয়ে দিয়েছিলেন।

জয় থেকে রংপুর যখন মাত্র ২১ রান দুরে ছিল ঠিক তখন আনামুল হক আনাম ৯ বলে অপরাজিত ১৪ রান তুলে দলকে শিরোপা উপহার দেন। হায়দার ২০ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। আলিস আল ইসলাম ১৩ রানে নিয়েছেন ২ উইকেট। আবু হায়দার রনি ও রাকিবুল হাসান নিয়েছেন ১টি করে উইকেট।

পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু এর আগে ধীর গতির উইকেটের তিনটি করে উইকেট দখল করে মেট্রোর ব্যাটিং লাইন-আপে ধ্বস নামান। এই দু’পেসারের তাণ্ডবে মেট্রো তৃতীয় ওভারে আট রানে চার উইকেট হারায়। শামসুর শুভ দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন। রনি করেছেন ১৩ রান।

চ্যাম্পিয়ন হিসেবে রংপুর পেয়েছে ২০ লাখ টাকার প্রাইজমানি। অন্যদিকে রানার্স-আপ মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow