‘ফিলিস্তিনে শিশু হত্যা বন্ধ করুন’-সুপার কাপে উয়েফার বার্তা

Aug 14, 2025 - 14:38
 0  1
‘ফিলিস্তিনে শিশু হত্যা বন্ধ করুন’-সুপার কাপে উয়েফার বার্তা
ছবি : সংগৃহীত

ইতালির উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত উয়েফা সুপার কাপের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় টটেনহ্যাম হটস্পারকে। এই ম্যাচ শুরুর আগে নজর কাড়ে ভিন্ন এক আয়োজন। মাঠে প্রদর্শিত হয় যুদ্ধবিরোধী বার্তা, যেখানে লেখা ছিল, ‘স্টপ কিলিং চিলড্রেন’ এবং ‘স্টপ কিলিং সিভিলিয়ানস’। দুই দলের খেলোয়াড় সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর তাদের সামনে এ ব্যানার উন্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার দুই শরণার্থী শিশু। পদক বিতরণ মঞ্চে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের পাশে সাদা টি-শার্ট পরা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন ১২ বছর বয়সী তালা। যিনি চিকিৎসার জন্য গাজা থেকে মিলানে এসেছেন, এবং ৯ বছর বয়সী মোহাম্মদ, যিনি বিমান হামলায় বাবা-মাকে হারিয়েছেন।

উয়েফার শিশু কল্যাণ ফাউন্ডেশন জানিয়েছে, এই উদ্যোগ শুধু ফিলিস্তিন নয়, বিশ্বের সব সংঘাতপূর্ণ অঞ্চলের যুদ্ধশিশুদের সহায়তার অংশ। তবে ম্যাচের আগে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে গাজার শিশুদের জন্য বিশেষ মানবিক সহায়তার কথা উল্লেখ ছিল। উদ্বোধনী আয়োজনে আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, ফিলিস্তিন ও ইউক্রেনের শিশুদেরও আমন্ত্রণ জানানো হয়।

যদিও উয়েফার নিয়ম অনুযায়ী মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ, তবুও এই ব্যানারে কোনো দেশ বা অঞ্চল নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

এ আয়োজন ঘিরে বিতর্ক শুরু হয় মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর প্রতিক্রিয়ার পর। গত সপ্তাহে ইসরাইলি হামলায় নিহত হন দক্ষিণ গাজার সাবেক ফুটবলার সুলেইমান আল-ওবেইদ। যিনি ‘ফিলিস্তিনি পেলে’ নামে পরিচিত ছিলেন। জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে দুটি গোলসহ ক্যারিয়ারে শতাধিক গোল করা এই স্ট্রাইকারের মৃত্যুতে উয়েফা এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শ্রদ্ধা জানালেও, তার মৃত্যু কোথায় কীভাবে হয়েছে, সেসব এই পোস্টে উল্লেখ করা হয়নি। ইসরাইলি হামলায় তার মৃত্যুর বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।

সালাহ উয়েফার সেই পোস্ট শেয়ার করে সংস্থাটির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘আপনারা কি বলতে পারেন, তিনি কীভাবে, কোথায় ও কেন মারা গেছেন?’ যা সংস্থাটির অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন তোলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow