পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

Dec 6, 2024 - 22:05
 0  3
পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে পাকিস্তান যুবা দলকে ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট করেছে টাইগার যুবারা। ব্যাট হাতে ৭ উইকেটের বড় জয়ে নিশ্চিত করেছে ফাইনাল। প্রতিপক্ষ হিসেবে ফাইনালে ভারতকে পেয়েছে বাংলাদেশ। 

শুক্রবার দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনারই শূন্য করে ফেরেন। ৫৩ রানে পড়ে চতুর্থ উইকেট। ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।  

দলটির হয়ে তিনে নামা রিয়াজুল্লাহ ২৮ রান করেন। চারে নামা অধিনায়ক সাদ বেগ ১৮ রান যোগ করেন। সাতে নামা অলরাউন্ডার ফারহান ইউসুফ ৩২ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে একশ’ ছাড়াতে পারে পাকিস্তান। 

রান তাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশও। ১৪ বল খেলেও কোনো রান না করেই ফিরে যান কালাম সিদ্দিকী। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারও ২৫ বলে ১৭ রান করে আব্দুল সোবহানের বলে ক্যাচ দেন।  

২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশের জন্যও চাপ কিছুটা বাড়ে। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও শিহাব জেমসের ৫৭ রানের জুটিতে সেটি কাটিয়ে উঠে তারা।  

৩৬ বলে ২৬ রান করে নাভিদ আহমেদের বলে শিহাব আউট হলে। তবে ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow