বিশ্বকাপে খেলা নিয়ে প্রয়োজনে আইসিসির দ্বারস্থ হবে বিসিবি
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় মাঠের ক্রিকেট ছাপিয়ে উত্তাপ ছড়িয়েছে কূটনৈতিক আঙিনায়। এরপর থেকেই প্রশ্ন উঠছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কি ভারতে যাবে বাংলাদেশ? বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিলেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে এ বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করবেন তারা।
শনিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, মুস্তাফিজের বাদ পড়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা চিঠি পায়নি বোর্ড। তবে নিরাপত্তা ইস্যুতে দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি আইসিসির ভূমিকার কথা মনে করিয়ে দেন।
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়েছে বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের কাউন্টারপার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির তত্ত্বাবধানে খেলি। মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। এরপর কোনো অফিশিয়াল বিবৃতি বা তথ্য আমরা পাইনি। সেটি পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
এদিকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে কেবল স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আমরা আইসিসিতেই করব। এই মুহূর্তে নির্দিষ্ট করে প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে কথা বলে বিষয়টি দেখব।’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, ‘এই ধরনের অভিজ্ঞতা আমাদের আগে ছিল না, এটি প্রথমবার। আনুষ্ঠানিকভাবে কিছু না জানা পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারছি না। তবে আমাদের ক্রিকেটারদের মর্যাদা ও নিরাপত্তা সবসময় আমাদের কাছে প্রাধান্য পাবে। সেটির জন্য সম্ভাব্য সেরা সিদ্ধান্তই আমরা নেব।’
What's Your Reaction?

