রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সেকেলে ব্যাটিংয়ের দিন রিশাদ হোসেন হাত খুলেন। ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় করেন ২৬ রান। এরপর সেই হাতের ঘূর্ণি জাদুতে ঘায়েল করেন ৬ ক্যারিবীয় ব্যাটারকে। অলরাউন্ড পারফরম্যান্সে তিনিই জেতালেন বাংলাদেশকে এবং হন ম্যাচসেরা।
আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মন্থর গতির পিচে বাংলাদেশ অলআউট হয় ২০৭ রানে। ৪৯.৪ ওভারে থামে টিম টাইগার্স। জবাবে ১৩৩ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। খেলতে পারে ৩৯ ওভার।
দুই প্রথম ওয়ানডেতে আলোর সবটা কেড়ে নেন রিশাদ। এই লেগি ৯ ওভারে দেন মাত্র ৩৫ রান এবং শিকার করেন ৬ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিনিই জয়ের পথ দেখান বাংলাদেশকে।
উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৪ রানে ইনিংস খেলেন ব্র্যান্ডন কিং। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে অলিক আথানাজের ব্যাট থেকে। রিশাদের দিনে মোস্তাফিজুর রহমান ২টি এবং তানবীর ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।
What's Your Reaction?






