এবার ক্রিকেটেও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা

Dec 6, 2024 - 10:40
 0  2
এবার ক্রিকেটেও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা
ব্রজিল ও আর্জেন্টিনা ক্রিকেট দলের লোগো। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বীতা এখন ক্রিকেটেও দেখা যাবে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব মাঠে গড়াতে যাচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ৯টি দল অংশগ্রহণ করবে। 

এই বাছাইপর্বে শীর্ষ তিনটি দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বারমুডা। একই দিনে ব্রাজিলও নিজেদের প্রথম ম্যাচে বাহামাসের বিরুদ্ধে মাঠে নামবে।

বিশেষ করে, ১৬ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যেখানে আর্জেন্টিনার মাঠে, বুয়েন্স আয়ার্সের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে রাত সাড়ে ১১টায় খেলা হবে। 

এটি প্রথমবার নয় যে, দক্ষিণ আমেরিকার এই দুই দেশ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে। ২০১৯ সালে সাউথ আমেরিকান ম্যানস চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ২৯ রানে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ বাছাই পর্বে ফের এই দুই দলের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করবে।

উল্লেখ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললেও, এই খেলাটি সেখানে তেমন জনপ্রিয়তা লাভ করেনি। তবে ২০১৮ সালে আইসিসি তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেয়, যার ফলে এই দুই দেশও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মঞ্চে নিজেদের জায়গা পায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow