নাচোলে পেয়ারা বাগানে মিললো আওয়ামী লীগ নেতার মরদেহ

Dec 6, 2024 - 10:35
 0  2
নাচোলে পেয়ারা বাগানে মিললো আওয়ামী লীগ নেতার মরদেহ
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেয়ারা বাগান থেকে কামরুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ৯টার দিকে উপজেলার নাচোল ইউনিয়নের হাকলোর সাতালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলির ছেলে ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, সকালে পেয়ারা বাগানে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow