বাঘায় পদ্মায় তলিয়ে গেছে ২০০ হেক্টর জমির ফসল

Aug 17, 2025 - 18:08
 0  3
বাঘায় পদ্মায় তলিয়ে গেছে ২০০ হেক্টর জমির ফসল
ছবি : সংগৃহীত

রাজশাহী (বাঘা) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় পদ্মায় তলিয়ে গেছে ২০০ হেক্টর জমির বিভিন্ন ফসল। সেই ফসল গলা পানিতে ডুব দিয়ে সংগ্রহ করছেন কৃষকরা।

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে লক্ষীনগর মাঠে কৃষকদের গলা পানিতে ডুব দিয়ে ফসল সংগ্রহ করতে দেখা গেছে।

জানা গেছে, পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর চরে আমিন উদ্দিন শিকদার তিন বিঘা জমিতে রোপা আমন ধান চাষ করেছিলেন। পদ্মার পানি বৃদ্ধি পেয়ে সমস্ত ধান তলিয়ে গেছে। বর্তমানে লক্ষীনগর মাঠে কোথাও সাঁতার পানি, আবার কোথাও গলা পর্যন্ত পানি রয়েছে। ডুবে যাওয়া ধান লেবার নিয়ে ডুব দিয়ে কাটছেন। কোনো উপায় না পেয়ে এই কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছেন। তার আট বিঘা জমির পানি উঠে নষ্ট হয়ে গেছে।

পদ্মার মধ্যে ১৫টি চরের আয়তন ৪৬ কিলোমিটার। জনসংখ্যা প্রায় সাড়ে ২০ হাজার। জমির পরিমাণ ৬ হাজার একর।

এ বিষয়ে আমিন উদ্দিন শিকদার বলেন, ভাঙতে ভাঙতে সব জমি চলে গেল পদ্মায়। অবশেষে কাঁচা ধানগুলো কেটে নিয়ে গরুকে খাওয়ানো যাবে। তাই কাঁচা ধান কাটছি। জীবন বাজি রেখে চরে বসবাস করি। নিজের যতটুকু জমি ছিল, সবই ভাঙনে চলে গেল। এখন নিরুপায় হয়ে পড়েছি। কোনো উপায় খুঁজে পাচ্ছি না, এখন কোথায় যাবো, চিন্তায় আছি।

চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী চরের সাবেক মেম্বার শহিদুল ইসলাম বলেন, এই ওয়ার্ডে প্রায় সাড়ে ৩ শতাধিক পরিবার বসবাস করতো। পদ্মার ভাঙনের কারণে প্রায় দুই শতাধিক পরিবার অন্যত্র চলে গেছে। এছাড়া ১০-১৫ বছর আগে রোপণ করা আম গাছসহ কয়েক শত বিঘা জমি নদী গর্ভে চলে গেছে। পানিতে তলিয়ে যাওয়া অনেকেই কাঁচা ধান গো-খাদ্যের জন্য কেটে নিয়ে যাচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর তথ্য অনুযায়ী, রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টায় পদ্মার পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৭.৩৫ মিটার, যা বিপৎসীমার (১৮.০৫ মিটার) নিচে। তবে গত ১৫ আগস্ট সর্বোচ্চ পানি প্রবাহিত হয়েছিল ১৭.৫৯ মিটার এবং ১৬ আগস্ট ১৭.৪৫ মিটার।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, গত এক সপ্তাহে পদ্মার চরে ধান, কালাই, আখ, কলা, পেঁপে সহ ২০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। সেই ফসল কেউ কেউ কাটার চেষ্টা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow