লুট হওয়া তেলবাহী জাহাজ সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার পাঁচ

Jan 18, 2025 - 13:17
 0  1
লুট হওয়া তেলবাহী জাহাজ সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার পাঁচ
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের একটি তেলবাহী জাহাজ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সাতদিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয় ফার্নেস অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড। উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় তিন কোটি টাকা।

শুক্রবার বিকেলে চৌহালী উপজেলার যমুনা নদীর চরসলিমাবাদ এলাকার ভূতের মোড় নৌঘাটে অভিযান চালিয়ে এ ফার্নেস অয়েল উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

গ্রেপ্তাররা হলেন, বরগুনার সড়ক গাছিয়া গ্রামের হানিফের ছেলে সুমন শেখ (২৩), খাগবুনিয়া গ্রামের চাঁন খানের ছেলে রিয়াজ খান (২২), লাকুরতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. ফেরদৌস (২২), নারায়ণগঞ্জের চর ধলেশ্বরী গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে ইসলাম ব্যাপারী (৩৯) ও দেলোয়ারের ছেলে আমজাদ হোসেন তপু (২৬)।

ওসি আরিফ হোসেন জানান, ১০ জানুয়ারি মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ছয় কর্মচারীকে জিম্মি করে ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করে বালুবাহী বাল্কহেডে ভর্তি করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিশার শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে ১১ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। 

নৌ-পুলিশ মামলাটির বিষয়ে তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, অভিযানে ২৬০ মেট্রিক টন ফার্নেস অয়েল ভর্তি একটি বাল্কহেড জব্দ এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় তিন কোটি টাকা। বাল্কহেডটি দুইদিন আগে থেকে চৌহালীর ভূতের মোড় নৌঘাটে অবস্থান করছিলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow