বগুড়ায় ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত
বগুড়া প্রতিনিধি
বগুড়ার সাতটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমাদানকারী ৩৯ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহান। তিনি জানান, সাত আসনে মোট ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
গত শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) : সাত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশার মনোনয়ন বাতিল হয়। এক শতাংশ ভোটার সমর্থন তালিকায় স্বাক্ষর ও তথ্যগত গরমিলের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়।
বৈধ প্রার্থী হলেন : বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতুল ইসলামীর মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক ও গণফোরামের জুলফিকার আলী।
বগুড়া-২ (শিবগঞ্জ) : চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তারা হলেন : নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু ও গণঅধিকার পরিষদের সেলিম সরকার।
বৈধ প্রার্থী হলেন : বিএনপির মীর শাহে আলম, জামায়াতুল ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) : পাঁচ প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়।
বৈধ প্রার্থী হলেন: বিএনপির আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম ও জামায়াতুল ইসলামীর নূর মোহাম্মদ।
বগুড়া-৪ : পাঁচ প্রার্থীর সবকয়জনের মনোনয়ন বৈধ ঘোষিত হয়। তারা হলেন : বিএনপির মোশারফ হোসেন, জামায়াতুল ইসলামীর মোস্তফা ফয়সাল পারভেজ, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী।
বগুড়া-৫ : পাঁচ প্রার্থীর মধ্যে এলডিপির খান কুদরত ই সাকলায়েনের মনোনয়ন বাতিল হয়।
বৈধ প্রার্থী হলেন : বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতুল ইসলামীর দবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শিপন কুমার রবিদাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মাহমুদুর রহমান।
বগুড়া-৬ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতুল ইসলামীর আবিদুর রহমান সোহেলের মনোনয়ন বৈধ হয়। বাসদ, জাসদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়।
বগুড়া-৭ : পাঁচ প্রার্থীর মধ্যে বাংলাদেশ মুসলিম লীগের আনসার আলীর মনোনয়ন বাতিল হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
এ আসনের বৈধ তিন প্রার্থী হলেন : বিএনপির মোরশেদ মিল্টন, জামায়াতুল ইসলামীর গোলাম রাব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।
What's Your Reaction?

