পাবনার প্রবীন শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Jul 29, 2025 - 19:21
 0  3
পাবনার প্রবীন শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক জওহরলাল বসাক তুলশীর উপর হামলা এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা কর্মীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক দীপংকর সরকার জিতু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদল সরকারী এডওয়ার্ড কলেজ শাখার সহ-সভাপতি শরিফুল ইসলাম, সরকারী শহীদ বুলবুল কলেজ শাখার সাবেক সভাপতি গোলাম জাহিদ রুপপসহ অনেকে।

বক্তারা বলেন, জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি পাবনার সর্বজন শ্রদ্ধেয়। তার উপর সন্ত্রাসী হামলা কোন ভাবে মেনে নেওয়া যায়না। ঘটনার পর দুইদিন পার হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। যা দুঃখজনক। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।

গত রোববার (২৭ জুলাই) দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow