সোনারগাঁয়ে তিনদিনব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন তিনদিনব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব আয়োজন করেছে।
বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ার নিচ তলায় এ উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুলাই শহিদ ইমরান হোসেনের বাবা সালেহ আহমদ।
সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক একে আজাদ সরকারের সভাপতিত্বে ও রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মোজাম্মিল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কনজারভেশন অফিসার নাসিব ইসলাম অভি, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো.সাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে লালন মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ১০জন কারুশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিপণনের জন্য।
এ ছাড়া তারুণ্যের উৎসবে থাকবে আলোচনা। লালন মেলায় প্রতিদিন পরিবেশিত হবে দেশের স্বনামধন্য কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় লালন সংগীত।
অনুষ্ঠান চলবে আগামী ১৯ অক্টোবর ২০২৫ রবিবার বিকেল ৫টা পর্যন্ত।
What's Your Reaction?






