শান্তিপূর্ণ লালন মেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারের সফল নেতৃত্ব

কুষ্টিয়া প্রতিনিধি
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীদের আগমনে জনসমাগম ঘটে। এ উপলক্ষে গোটা এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০০ জন সদস্য ও সদস্যা (৮০ জন পুরুষ এবং ২০ জন নারী) সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন। ভক্ত ও আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে তারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সবার প্রশংসা অর্জন করেন।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন কুষ্টিয়া সার্কেল এডজুটেন্ট মোঃ কাশেম আলী, কুমারখালী উপজেলা আনসার প্রশিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, দলনেতা নবাব আলী, এবং আনসার কমান্ডার বাতেন শেখ। তাদের সুপরিকল্পিত দিকনির্দেশনায় আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করে পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।
অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা আনসার সদস্যদের শৃঙ্খলা ও বন্ধুসুলভ আচরণের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, "আনসার সদস্যদের তৎপরতা ও সহানুভূতিশীল আচরণ আমাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করিয়েছে।"
প্রশাসনের পক্ষ থেকেও আনসার বাহিনীর এই সফল অংশগ্রহণের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের জনসমাগমপূর্ণ আয়োজনে তাদের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।
What's Your Reaction?






