ছোটখাট ত্রুটির জন্য কোনও মনোনয়নপত্র বাতিল করা যাবে না : ইসি
মনোনয়নপত্রে ছোটখাটো ত্রুটি থাকলে তা বাতিল করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১২ ডিসেম্বর) কমিশন থেকে একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, যাচাই-বাছাইয়ের সময় এমন কোনও ত্রুটি দেখা দিলে, যা সঙ্গে সঙ্গে সংশোধন করা সম্ভব, তা প্রার্থী নিজে সংশোধন করে নিতে পারবেন। তবে হলফনামায় উল্লেখিত তথ্য কোনভাবেই পরিবর্তন বা সংশোধনযোগ্য নয় বলে স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, কোনও প্রার্থীর একটি মনোনয়নপত্র বাতিল হলেও তার অন্য বৈধ মনোনয়নপত্র বহাল থাকবে। অর্থাৎ একটি মনোনয়নপত্র বৈধ থাকলেই প্রার্থীতা বহাল থাকবে। একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করলে, একটি বৈধ প্রমাণিত হলেই অন্যগুলোর বাছাই করার প্রয়োজন হবে না।
মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারকে মনোনয়নপত্রের নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে কোনও অনুসন্ধান চালানো যাবে না।
রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারী নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। নির্ধারিত তারিখের মধ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে।
পরিপত্রে মনোনয়নপত্র দাখিলের সময় জামানত সম্পর্কেও নির্দেশনা দেয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী-
(ক) নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ৫০ হাজার টাকা রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হবে।
(খ) একাধিক মনোনয়নপত্র দাখিল করলে শুধু একটি জামানতই গ্রহণযোগ্য হবে, অন্য কপিগুলোর সঙ্গে চালানের সত্যায়িত অনুলিপি যুক্ত করতে হবে।
(গ) নির্ধারিত ৫০ হাজার টাকার বাইরে অতিরিক্ত কোনও অর্থ গ্রহণ বা প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
নির্বাচনি প্রক্রিয়ায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
What's Your Reaction?

